আগরতলা, ২৭ জুলাই: শিলচর থেকে আগরতলাগামী ট্রেনে আগুন। এসি কামরায় ধোঁয়া দেখে যোগেন্দ্রনগর স্টেশনে আসতেই নেমে পড়েন আতঙ্কিত যাত্রীরা। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বহু যাত্রী। ওই ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, শিলচর আগরতলা গামী ট্রেনের এসি কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ট্রেনটি যোগেন্দ্রনগর স্টেশনে পৌছতেই এসি কামরা থেকে প্রচুর ধোঁয়া দেখতে পেয়েছেন যাত্রীরা। কিসের থেকে এই ধোঁয়া এখন ওই বিষয়টি স্পষ্ট জানা যায়নি।তবে ধোঁয়া নিয়ন্ত্রণে আসতেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল ট্রেনটি ।

