আগরতলা, ২৭ জুলাই: কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ মিছিল করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা রাজ্য কমিটি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বাজেট প্রস্তাবকে জনবিরোধী আখ্যায়িত করে রাজধানী আগরতলা শহরে শনিবার প্রতিপাদ্যে খুব সংগঠিত করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। এদিনের মিছিলটি পশ্চিম জেলা কমিটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তা পুঁজিপতি শ্রেণীর বাজেট। এই বাজেটে পুজিপতিদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হয়েছে। এই বাজেটকে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী বাজেট বলে তিনি আক্রান্ত করেন। কেন্দ্রীয় সরকারের এই জন বিরোধী বাজেটের প্রতিবাদ রাজ্যের সমস্ত অংশের জনগণকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে আহ্বান জানানো হয়েছে।