আগরতলা, ২৭ জুলাই: গতকাল রাতে জ্যাকসন গেইটে ভয়ঙ্কর যান দূর্ঘটনা ঘটে। বোলেরো গাড়ি ও ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু দূর্ঘটনায় হতাহত হয়নি। অল্পতে রক্ষা পেয়েছেন ইকো গাড়ির চালক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পূর্ব আগরতলা থানায় পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে টিআর০১কে৩২৯৯ নম্বরের একটি বোলেরো গাড়ি কামান চৌমুহনী দিকে যাচ্ছিল। ওই সময় কামান চৌমুহনী দিক থেকে টিআর০১এল৪৪১১ নম্বরের একটি ইকো গাড়ি আসছিল। ওই সময় জ্যাকসন গেইটে বোলেরো গাড়ি ইকো গাড়িকে সজোরে ধাক্কা দেয়। তাতে ইকো গাড়িটি রাস্তায় উল্টে যায়। তবে হতাহত হয়নি কেউ।।ইকো গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় বোলেরো গাড়িটি।