আগরতলা, ২৭ জুলাই: অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের পঞ্চম জাতীয় পরিচালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ সুকান্ত একাডেমিতে অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চম জাতীয় পরিচালন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ত্রিপুরা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে সংগঠনের সহকারী সম্পাদক প্রণয় সরকার বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন জাতীয় স্তরের সঙ্গে সংহতি রেখে ত্রিপুরার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও তাদের দাবি-দাওয়া নিয়ে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি প্রদান করবেন।