BRAKING NEWS

কার্গিল বিজয় দিবস : বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ অমিত শাহের

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের শৌর্য্যকে স্মরণ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, হিমালয়ের দূর্গম অঞ্চলে যে ভাবে সেনা জওয়ানরা বীরত্বের প্রদর্শন করে শত্রুপক্ষকে পিছু হঠতে বাধ্য করেছিল তার জন্য দেশ কৃতজ্ঞ। দেশবাসী তাদের আত্মবলিদান ও সাহসের কথা কোনও দিন ভুলবে না বলেও উল্লেখ করেন তিনি।ভারতীয় সেনাবাহিনী দেশের গর্ব। কার্গিল যুদ্ধে গোটা দেশ একজোট হয়ে সেদিন সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছিল। সেই সংহতি ও শৌর্যের কথা স্মরণ করে প্রতি বছর ২৬ জুলাই দিনটি পালন করা হয় ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের কুর্নিশ জানায় গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *