বিজেপির জিলা পরিষদের প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার

আগরতলা, ২৬ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম জিলা পরিষদ আসনে চারিপাড়া এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী উত্তম দাস।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। তিনি আশাবাদী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।

এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণ যেসমস্ত কাজ করছেন তাতে স্পষ্ট জনগণ বিজেপি সরকারের পাশে রয়েছেন। তাই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে গ্রামীণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে।