বিশ্রামগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৫ জুলাই: বিশ্রামগঞ্জের চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মজুদ রাখা শিশুদের চাল ডাল সহ গ্যাস সিলিন্ডার বাসনপত্র সবকিছুই চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার গভীররাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রান্নাঘরে থাকা শিশুদের চাল ডাল চিড়া এবং গ্যাসের সিলিন্ডার, বাসনপত্র সব চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালবেলা  অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি অনিমা দেববর্মা এবং সহায়িকা সাবিত্রী দেববর্মা অঙ্গনওয়াড়ী সেন্টারে এসে এই অবস্থা দেখতে পেয়ে অবাক হয়ে যান। সেন্টারের দিদিমণি বিষয়টি গ্রামবাসীদের জানান। শিশুদের খাবার সামগ্রীগুলো এই রান্না ঘরের মধ্যে রাখা ছিলো।বুধবার রাত্রিবেলায় চোরের দল হানা দিয়ে নিয়ে যায় শিশুদের খাদ্য সামগ্রী সহ বাসনপত্র গুলো। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলদের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায়  বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ।