আগরতলা, ২৪ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে সন্দেহভাজন দুইজন পুরুষকে আটক করা হয়। তারা বাংলাদেশের বাসিন্দা মোঃ ইব্রাহিম(৪৫) এবং জামাল মিয়া(২২)। তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

