BRAKING NEWS

ব্রেইন টিউমারে আক্রান্ত নবম শ্রেণীর পড়ুয়া মন্দিরা, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৪ জুলাই: নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী, মন্দিরা দেবনাথের জটিল রোগে আক্রান্ত। টাকার অভাবে মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না শ্রমজীবীর পিতা মাতা। শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন জানিয়েছেন মেয়েকে সুস্থ করে দেয়ার জন্য।

জানা গেছে মন্দিরা দেবনাথ ব্রেন টিউমারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে মন্দিরার মাথায় ব্যথা ছিল। পরবর্তী সময় ডাক্তার জানায় তার ব্রেন টিউমার রয়েছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য চিকিৎসাধীন মন্দিরা(১৫)। তার বাড়ি বিলোনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার দক্ষিণ রাঙ্গামুড়া এলাকায়।

পিতা সুভাষ দেবনাথ ও মা শিল্পী দেবনাথ মন্দিরাকে ডাক্তার দেখানোর জন্য দফায় দফায় নিয়ে যায় আগরতলা জিবি হাসপাতালে এবং হাপানিয়া হাসপাতালে। শ্রমজীবী পিতা-মাতার যা কিছু সম্বল ছিল সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে মেয়ের চিকিৎসার জন্য। মন্দিরার অপারেশনের জন্য চাই প্রচুর টাকা। যা জোগাড় করতে পারছেন না তার পিতা। শেষ পর্যন্ত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন জানিয়েছেন মন্দিরাকে সুস্থ করে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *