বৈদ্যুতিক ট্রান্সফরমারে ভয়াবহ আগুন 

আগরতলা, ২৪ জুলাই: মঙ্গলবার রাত দশটা নাগাদ ধর্মনগর মিশনটিলা ১৩২ কেভি বিদ্যুৎ সাব-স্টেশনের ভেতরে একটি ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অল্পেতে রক্ষা সাব স্টেশন সহ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন মিশন টিলা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী জানিয়েছেন, রাতে স্হানীয় মানুষ সাব-স্টেশনের আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছিলেন। দৌড়ে গিয়ে দেখতে পান সাব স্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফর্মারে আগুন জ্বলছে।সাথে সাথে তারা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই ঘরে আগুন তীব্র আকার ধারণ করে। দমকলবাহিনীর দীর্ঘ প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানান,বহু বছর যাবৎ সাব স্টেশনের ভেতর পরে থাকা বিকল ট্রান্সফর্মার সহ অন্যান্য সামগ্রী অকশনে নিলাম করা হয়।আর তার বরাদ পায় দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার নামক একটি সংস্থা।সেই সংস্থা কিছু দিন যাবৎ বৃহৎ বৃহৎ সামগ্রী সহ ট্রান্সফর্মার গুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল।অনুরুপ মঙ্গলবার রাতেও ট্রান্সফার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বিদ্যুতের ১৩২ কেবি সাব স্টেশনের ভেতর এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাব স্টেশন সহ গোটা মিশন টিলা এলাকা ।

স্থানীয় লোকজন অভিযোগ ছুঁড়ে বলেন,যদি কোন ভয়ঙ্কর দূর্ঘটনা সংঘটিত হতো তাহলে সেই দায়ভারটা কাদের উপর পড়ত।