করিমগঞ্জ (অসম), ২৪ জুলাই (হি.স.) : ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে যোগদান করতে করিমগঞ্জে আসছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমাল মোমিন।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত মাসে প্রথমে জেলাভিত্তিক এবং পরে রাজ্যভিত্তিক রবীন্দ্র সংগীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতায় করিমগঞ্জ জেলা থেকে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে জেলার চার শতাধিক শিল্পীর মধ্যে বাছাইকৃত বিভিন্ন ভাষিক গোষ্ঠীয় শিল্পী এবং শিলচর ও হাইলাকান্দির নির্বাচিত শিল্পীদের নিয়ে আগামী ২৫ জুলাই করিমগঞ্জে ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।ওই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত অনুষ্ঠানের একই মঞ্চে বাঙালি, অসমিয়া, ডিমাসা, চা-বাগান, মণিপুরি সহ নানা ভাষিক গোষ্ঠীর শিল্পী এককভাবে নাচে-গানে কবিকে শ্রদ্ধা নিবেদন করবেন। তাছাড়া শুরুতে দুটি উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিতভাবে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমাল মোমিন ও সম্মানিত অতিথি হিসেবে অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব। তাছাড়া উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলার নাগরিকদের পাশাপাশি সাংস্কৃতিপ্রেমীরা। ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় নির্ধারিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনের প্রয়াত অরবিন্দ রায় স্মৃতি মঞ্চে।আজ বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩-তম জন্মজয়ন্তী উদযাপন সমিতির দুই মুখ্য উপদেষ্টা সুলেখা দত্তচৌধুরী ও সৌমিত্র পাল, সভাপতি ডা. দেবোতোষ পাল, জেলা সংযোজক অরূপ রায়।
2024-07-24