করিমগঞ্জের বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে গঠিত ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী ক‌মি‌টি

বাজা‌রিছড়া (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে নতুন কার্যনির্বাহী ক‌মি‌টি গঠন হয়েছে। আজ বুধবার বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমে ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের পৌ‌রো‌হি‌ত‌্যে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।

শা‌ন্তি মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় সভা। তার পর স্বামী বিবেোকানন্দের বাণী পাঠ ক‌রে ব‌্যাখ‌্যা ক‌রেন কৈলাসহর রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী গি‌রিজানন্দজি মহারাজ। সাধারণ সভার উদ্দেশ‌্য ব‌্যাখা ক‌রেন সেবাশ্রমের সম্পাদক নীহারকা‌ন্তি ভট্রাচার্য।

প্রসঙ্গত, গত ২৬ মে বাজা‌রিছড়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গ‌ণে সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছিল। ওই সভায় এক‌টি কার্যনির্বাহী ক‌মি‌টিও গঠন করা হ‌য়। ক‌মি‌টি গঠ‌নে ভুলবশত রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ ম‌ঠের গাইডলাইন মানা না হওয়ায় ওই ক‌মি‌টি বৈধতা পায়নি। তাই আজকের সভায় নতুন কার্যনির্বাহী ক‌মি‌টি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী ক‌মি‌টি গঠ‌নের গাইডলাইন নি‌য়ে ‌আলোকপাত ক‌রেন ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ।

ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ, কৈলাসহর রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী গি‌রিজানন্দজি মহারাজ, উত্তর-পূর্বাঞ্চল ৩, রামকৃষ্ণ-বি‌বেকানন্দ ভাব-প্রচার প‌রিষ‌দের প্রাক্তন ও বর্তমান আহ্বায়ক যথাক্রমে পীযূষ ভট্টাচার্য এবং নিরঞ্জনচন্দ্র পালের উপ‌স্হি‌তি‌তে সভায় ক‌মি‌টি গঠন নি‌য়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

সভায় সর্বসম্ম‌তিক্রমে স্বপন দাস‌কে সভাপ‌তি, সন্দীপ কর পুরকায়স্হ‌ ও হারান চক্রবর্তী‌কে উপ-সভাপ‌তি, অজয় সূত্রধর‌কে সম্পাদক, রাজেশ কর পুরকায়স্হ ও জন্ম‌জিৎ দাস‌কে সহ-সম্পাদক, সুদীপকুমার দেব‌কে কোষাধ‌্যক্ষ ম‌নোনীত ক‌রে মোট ১৫ জন সদস‌্য বি‌শিষ্ট নতুন কার্যনির্বাহী ক‌মি‌টি গঠন করা হয়েছে। ক‌মি‌টির অন‌্যান‌্য কার্যনির্বাহী সদস‌্যরা যথাক্রমে সত‌্যম দে, হীরা সূত্রধর, শান্তা ভট্টাচার্য, দেব‌াশিস সেন, ফাল্গুনী দেব,  বী‌রেন্দ্র ত্রিপুরা, রিন্টু দাস ও ভাব-প্রচার প‌রিষ‌দ থে‌কে চম্পু ‌সোম। এই ক‌মি‌টির কার্যকাল আগামী তিন বছর।

নতুন ক‌মি‌টি গঠ‌নের পর বিগত বছ‌রের হি‌সাব-নিকাশ পেশ ক‌রেছেন সেবাশ্রমের সম্পাদক নীহারকা‌ন্তি ভট্রাচার্য। সর্বসম্ম‌তিক্রমে তা অনু‌মো‌দিত হয়েছে। আগামী ২০ দি‌নের মধ্যে নতুন ক‌মি‌টির হাতে দা‌য়িত্ব হস্তান্তর করতে সিদ্ধান্ত নেওয়া হয়। সেবাশ্রমের কল‌্যা‌ণে সবাইকে এক‌ত্রিত হ‌য়ে কাজ ক‌রে যাওয়ার জন‌্য আহ্বান জানান সভার সভাপ‌তি তথা ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ।

সেবাশ্রম‌কে সুন্দর ও সুষ্ঠুভা‌বে প‌রিচালনা কর‌তে সেবাশ্রমের নবীন, প্রবীন সকল সদস‌্য ও এলাকার সর্বস্ত‌রের জনগ‌ণের সহ‌যোগিতা কামনা ক‌রে‌ছেন নবগ‌ঠিত ক‌মি‌টির সভাপ‌তি স্বপন দাস ও সম্পাদক অজয় সূত্রধর।