নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে আটক তিন মহিলা, উদ্ধার ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার

আগরতলা, ২৩ জুলাই: গতকাল রাতে নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে আটক তিন মহিলা। তাদের কাছ থেকে ৩৪ টি সাবানের বাক্সে থাকা প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে জানান মেলাঘর থানার ও.সি দেবাশীষ সাহা।

 ওসি দেবাশীষ সাহা বলেন, সোমবার গভীর রাতে মেলাঘর থানার নাকা পয়েন্টে সন্দেহভাজন একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িকে আটক করা হয়েছিল। গাড়ির মধ্যে তিনজন মহিলা ছিল। তাঁদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩৪ টি সাবানের বাক্সে থাকা প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে।  

মেলাঘর থানার ও.সি দেবাশীষ সাহা জানিয়েছেন, ধৃতরা হলেন,  সোনামুড়ার দুর্গাপুরের বাসিন্দা ফুলজান বেগম , ধনপুর তারাপুকুর এলাকার বাসিন্দা নাহিদা আক্তার , দুর্লভনারায়নের বাসিন্দা মমতা খাতুন। তারা সবাই আগরতলার দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল।