চতিয়ায় পুলিশের অভিযানে সাতটি ছাগল সহ ধৃত কুখ্যাত চোর

নগাঁও (অসম), ২৩ জুলাই (হি.স.) : বেশ কিছুদিন ধরে চতিয়ার বিভিন্ন এলাকায় গরু-ছাগল চুরির হিড়িক পড়েছে। গৃহপালিত পশু চোরেরা সাধারণ নাগরিকদের নিদ্ৰা হরণ করে ব্যতিব্যস্ত করে তুলেছে। কখনও পথপার্শ্ব অথবা কখনও গৃহস্থ-বাড়ির গোয়াল ঘর থেকে চুরি হয়ে যাচ্ছে গরু ও ছাগল।

এ ধরনের বহু অভিযোগ পেয়ে চতিয়া পুলিশ কোমর বেঁধে গরু-ছাগল চোরের বিরুদ্ধে তীব্র অভিযান চালায়। ওই সব অভিযানে বিলাসবহুল দামি গাড়ি সহ পুলিশ গ্ৰেফতার করেছে। কিন্তু হলে কী, পুলিশকে একপ্রকার চেলেঞ্জ করে চতিয়ায় সমানে চলছে গরু-ছাগল চুরি।

এরই মধ্যে গোপন এক তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে চতিয়া পুলিশ হোকাজান গ্রামে হানা দেয়। হানা দিয়ে পুতুল আলি নামের একজনের ঘর থেকে চুরির সাতটি ছাগল উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে চোর পুতুল আলিকে গ্ৰেফতার করে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছে।