আগরতলা, ২৩ জুলাই: সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সাইগেলের ১২তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে তাঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণ অবস্থানের আয়োজন করা হয়েছে।
নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন, স্বাধীনতা সংগ্রামে কমরেড লক্ষ্মী সাইগেলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর আত্মত্যাগকে আগামীদিনের চলার পথে অনুসরণ করা দরকার। এবছর লক্ষ্মী সাইগেলের প্রয়াণ দিবস স্লোগান হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্য বেসরকারীকরণের বিরুদ্ধে এবং রাজ্যের ভেঙ্গে পড়া আইন শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হচ্ছে।

