ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঘড়ির কাটায় তখন ৬টা বেজে ৪০ মিনিট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্দেশ্য সার্থক। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাডলাইটে ম্যাচ শুরু। সাডেন ডেথে গড়িয়েছে ম্যাচ। সি ডিভিশনের দুই গ্রুপের দুই সেরা দলের খেতাবি লড়াই। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা। তবে প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করে সরোজ সংঘের বিলাশ দেববর্মা। একইভাবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ঐকতান যুব সংস্থার সাধন জমাতিয়া। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে নিষ্পত্তি হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। এতেও চার চার গোলে ম্যাচ ড্র থেকে গেলে স্বাভাবিক কারণে খেলা গড়ায় সাডেন ডেথে। ঐকতান যুব সংস্থা সি ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। রানার্স সরোজ সংঘ। এদিকে খেলার শুরুর প্রাক্কালে এক বিশেষ অনুষ্ঠানে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। অন্যান্যদের মধ্যে মেয়র দীপক মজুমদার, বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, টিএফএ সভাপতি প্রণব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।