তেজপুরে কেন্দ্ৰীয় শুক্ল বিভাগের কমিশনার কাৰ্যালয়ে সিবিআই হানা, ঘুষের টাকা নিতে গিয়ে গ্রেফতার এক

তেজপুর (অসম), ২৩ জুলাই (হি.স.) : শোণিতপুর জেলা সদর তেজপুরে অবস্থিত কেন্দ্ৰীয় শুক্ল বিভাগের কমিশনার কাৰ্যালয়ে হানা দিয়ে সিজিএসটি-র ইনস্পেক্টর রাকেশকুমার জাঙ্গিদের হয়ে অভিযোগকারীর হাত থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর আধিকারিকরা মধ্যস্বত্বভোগী জনৈক অনিকেত পারিখকে গ্রেফতার করেছেন।

রবিবার প্রাপ্ত এক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিজিএসটি-র ইনস্পেক্টর রাকেশ জাঙ্গিদ এবং বালিপাড়ার বাসিন্দা মধ্যস্থতাকারী অনিকেত পারিখের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল সিবিআই৷ হার্ডওয়্যারের দোকানের ব্যবসা সংক্রান্ত কোনও বিষয়ে অভিযোগকারীর কাছে নাকি ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তাঁকে দাবিকৃত ঘুষের প্রথম কিস্তি হিসাবে নগদ ২ লক্ষ টাকা ১২ জুলাইয়ের মধ্যে দিতে চাপ দিয়েছিল। কেবল তা-ই নয় অভিযুক্ত সিজিএসটি-র ইনস্পেক্টর রাকেশকুমার জাঙ্গিদ অভিযোগকারীকে দ্বিতীয় কিস্তির ৩ লক্ষ টাকা অনিকেত পারিখ (মধ্যস্বত্বভোগী)-এর হাতে তুলে দিতে বলেছিলেন।

অভিযোগ পেয়ে সিবিআই একটি ছক কষে। কষা ছক অনুযায়ী গতকাল অভিযোগকারীর হাত থেকে ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় সিবিআই আধিকারিকরা মধ্যস্বত্বভোগী অনিকেত পারিখকে গ্রেফতার করেন।

জানা গেছে, অসমের বালিপাড়া, তেজপুর এবং রাজস্থানের জয়পুর ও চুরুতে অভিযুক্তদের বাড়ি, ডেরা প্রভৃতি স্থানে তালাশি চালিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণের নগদ টাকা ও অবৈধ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বলিপাড়ায় অভিযুক্ত মধ্যস্বত্বভোগীর বাড়ি থেকে নগদ ৯ লক্ষ টাকা এবং অন্যান্য অপরাধমূলক নথিপত্র বাজেয়াপ্ত করেছে সিবিআই। তবে মূল অভিযুক্ত রাকেশকুমার পলাতক।

প্রসঙ্গত, শোণিতপুর জেলা সদর তেজপুরে কেন্দ্ৰীয় শুক্ল বিভাগের কমিশনার কাৰ্যালয়েও অভিযান চালিয়েছে গুয়াহাটি থেকে আগত সিবিআই-এর ছয়জনের এক বিশেষ দল। দলটি সোমবার রাতে এসে  ওই অভিযান চালিয়েছে। আজও সকাল থেকে ফের শুরু হয়েছে অভিযান। মূলত তেজপুরে অবস্থিত কেন্দ্ৰীয় শুক্ল বিভাগের সিজিএসটি-র ইনস্পেক্টর রাকেশকুমার জাঙ্গিদের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগের ভিত্তিতে চলছে এই অভিযান।

জানা গেছে, গতকাল রাতে বেশ কয়েক ঘণ্টার অভিযানে রাকেশকুমার জাঙ্গিদের ব্যবহৃত ল্যাপটপ এবং বেশ কিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করেছে সিবিআই। সিবিআই-এর দলটি কাৰ্যালয়ের কয়েকজন আধিকারিক এবং কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুক্ল কমিশনার আলোক কুমারকেও।

সিবিআই-এর দলটি কেন্দ্ৰীয় শুক্ল বিভাগের ডিব্ৰুগড় শাখার কমিশনার রাজীব রঞ্জনের অনুমতি নিয়ে গতরাত থেকে অভিযান চালিয়েছে। সূত্রের খবর, রাজস্থান থেকে ২০২২ সালের জুন মাসে তেজপুরে বিভাগীয় কাৰ্যালয়ে যোগদান করেছিলেন রাকেশকুমার জাঞ্জিত। রাজস্থানের জয়পুরে কাৰ্যকালে ব্যাপক দুর্নীতি করেছেন বলে রাকেশকুমারের বিরুদ্ধে অভিযোগ। তিনি নাকি জয়পুর সহ দেশের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার জমি-বাড়ির সম্পত্তি গড়েছেন৷