নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
মঙ্গলবার গান্ধীগ্রাম বাজারে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অটো রিক্সা মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে গান্ধীগ্রাম বাজারে মঙ্গলবার অটো রিক্সা মজদুরদের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন পশ্চিম জেলার অটো রিক্সা চালকরা এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে সমবেত হন।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন যাত্রী সাধারনের সঙ্গে ভালো ব্যবহার করা প্রত্যেক অটো শ্রমিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রত্যেক অটো রিক্সা শ্রমিকদের প্রতি সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানান। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অটোরিস্কা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
রাজধানী আগরতলা শহরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এ উপলক্ষে এ রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে বটতলা এলাকায় সাফাই অভিযান সংঘটিত করা হয়। ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা ইলেকট্রিক রিস্কা শ্রমিক সংঘের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান বটতলা এলাকায়। এদিন এই রিক্সার শ্রমিকরা বটতলা এলাকায় সাফাই অভিযানে শামিল হয়ে এলাকার স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহবান জানান।
যত্রতত্র আবর্জনা ফেলে এলাকার পরিবেশ বিনষ্ট না করার জন্য তারা সকলের প্রতি বিনম্রভাবে আহ্বান। তারা বলেন পরিবেশকে সুরক্ষিত না রাখলে জনসাস্থ্য মারাত্মক ঝুঁকির সম্মুখীন হবে। এর বিষময় ফল ভোগ করতে হবে প্রত্যেকেই। এ ব্যাপারে সমাজের সকল অংশের জনগণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ই রিস্কা শ্রমিকরা। তাদের এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির প্রশংসা করেছেন সচেতন নাগরিকগণ।

