আগরতলা, ২২ জুলাই: পশ্চিম জেলা পরিষদের দুই সিপিআইএম মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার।
তিনি বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে বিজেপি সর্মথিত প্রার্থী ১৭ জন, সিপিএম সর্মথিত প্রার্থী ১৭ জন এবং কংগ্রেসের ১৩ জন। সবগুলো মনোনয়ন বৈধ।
তিনি বলেন, আজ দুপুরে সিপিআইএমের দুই প্রার্থী পায়েল দাস এবং পিন্টু দেবনাথ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এদিন তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে মোট ৫৬টি মনোনয়ন দাখিল করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পৌঁছেছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

