পেপার ফাঁসে রেকর্ড করবে এই সরকার, লোকসভায় তোপ আখিলেশের

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সোমবার লোকসভায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অখিলেশ যাদব বলেছেন, পেপার ফাঁসে রেকর্ড করবে এই সরকার। সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার পর লোকসভায় নিট ইস্যুতে সরব হন বিরোধীরা। কেন্দ্রকে আক্রমণ করেন অখিলেশ যাদব ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।অখিলেশ এদিন বলেছেন, “এই সরকার পেপার ফাঁসের রেকর্ড তৈরি করবে, এমন কিছু কেন্দ্র আছে যেখানে ২ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। যতদিন এই মন্ত্রী (শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান) থাকবেন, ছাত্ররা ন্যায়বিচার পাবে না।” এদিকে, বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “গত ৭ বছরে পেপার ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি।