কেরলে নিপায় মৃত্যু কিশোরের, প্রতি বাড়িতে হবে সমীক্ষা

তিরুবনন্তপুরম, ২২ জুলাই (হি. স.): নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর তৎপর হলো কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন কেরলের একাধিক বাসিন্দা। তাঁদের শরীরের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে।

জানা গেছে, কীভাবে কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তাও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। মৃত কিশোরের বন্ধুরা জানিয়েছে, মাঠে পড়ে থাকা ফল কুড়িয়ে খেত সে। সেই ফলগুলো বাদুড় খেয়েছিল বলেও আশঙ্কা করা হচ্ছে। কিশোরের শরীরে যে নিপা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, সেটি ওই এলাকার বাদুড়ের মধ্যেও হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে।