ধুবড়ি (অসম), ২২ জুলাই (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী যোগমায়াঘাটে এমভি বব খাথিং নামের একটি রো-প্যাক্স জাহাজের সঙ্গে সাতটি পণ্যবাহী ফেরি-জাহাজের সংঘর্ষ ঘটেছে। এতে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন, পাশাপাশি একটি ফেরি ডুবে গেছে।
ঘটনা আজ সোমবার সকাল প্রায় সাড়ে নয়টা নাগাদ ভারতীয় ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি পরিচালিত একটি জাহাজ ফকিরগঞ্জ থেকে ধুবড়ির যোগমায়া ঘাটের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। এমভি বব খাথিংয়ের নাবিক মহিবুল শেখ বলেন, যান্ত্রিক গোলযোগের ফলে জাহাজের হাইড্রলিক ব্রেক অপ্রত্যাশিতভাবে লক হয়ে যায়।
শেখ বলেন, ব্রেক লক হয়ে যাওয়ার পর দ্রুত তিনি গিয়ারবক্স নিষ্ক্রিয় করে দেন। কিন্তু নদীর তীব্র স্রোত জাহাজেকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। যার ফলে তাঁর জাহাজ ছয় থেকে সাতটি পণ্যবাহী নৌকা এবং একটি যাত্রীবাহী ফেরিতে আঘাত করে। সংঘর্ষে কার্গো বোটের নীচের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফেরি ও জাহাজের সংঘর্ষে আহত দুই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নৌ-পরিবহণে নিরাপত্তাজনিত বিষয়ে তদন্ত শুরু করছে।