সুরাট, ২২ জুলাই (হি. স.): বর্ষার ভরা মরশুমে সারাদেশেই চলছে প্রবল বৃষ্টি। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গুজরাটের সুরাটে সোমবার ভারী বৃষ্টির জেরে অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। জমা জলে যানবাহন আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয় বহু এলাকায়।
প্রসঙ্গত, সুরাটে বৃষ্টি চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। সপ্তাহ দুয়েক আগে ভারী বৃষ্টির জেরে গুজরাটের সুরাটে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বহুতল। একাধিক জন আহত হয় তাতে। উল্লেখ্য, বৃষ্টির কারণে শুধু সুরাটেই নয়, দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি হয়েছে।