ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কর্নাটকে ২৭ জুলাই থেকে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা জুনিয়র বালিকা বিভাগে ফুটবল আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যদলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হলো। জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এফ এ-র সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী সহ আরো অনেকে। উল্লেখ্য, জাতীয় আসরের জন্য আগামীকাল রাজ্য ত্যাগ করবে ফুটবলাররা। টি এফ এ-র সভাপতি, সচিব সহ অতিথিরা রাজ্য দলের সাফল্য কামনা করলেন।