নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স লক্ষী ভান্ডারের উদ্যোগে রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে অলিম্পিক ধামাকা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন পদ্মশ্রী দীপা কর্মকার।
২০২৪ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে । এ উপলক্ষে মেসার্সের লক্ষী ভান্ডার এর উদ্যোগে অলিম্পিক ধামাকা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার।
আগরতলার একটি বেসরকারি হোটেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন পদ্মশ্রী দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা। মেসার্স লক্ষী ভান্ডারের কর্ণধার সুজিত বাবু বলেন খেলা ধূলার প্রচার ও প্রসারে মেসার্স লক্ষ্মী ভান্ডার সাধ্যমত সবসময়ই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাবা সম্পন্ন ছেলেমেয়েদের উৎসাহিত করার লক্ষ্যেই অলিম্পিক উপলক্ষে এই ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।