নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন দুজন বিশিষ্ট গুরুকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
শাস্ত্রে গুরুর মর্যাদা ঈশ্বরের চেয়েও বেশি। কারণ গুরুর জ্ঞান ও নির্দেশনাতেই জীবনের অন্ধকার দূর হয়। তাই প্রত্যেকের জীবনে একজন গুরু থাকা জরুরি।গুরু পূর্ণিমা গুরুকে স্মরণ করার দিন। বাবা-মায়ের পরেই যার থেকে আমরা জীবনের শিক্ষাগুলি শিখি, তিনি হলেন গুরু। তাঁর দেখানো পথেই আমরা এগিয়ে চলি। তাঁর শেখানো মন্ত্রেই আমরা জীবনের বাধাবিপত্তি পেরিয়ে চলতে পারি।
গুরু পূর্ণিমা উপলক্ষে পশ্চিম জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুজন বিশিষ্ট গুরুকে সংবর্ধনা প্রদান করা হয় ।