ক্যানিং, ২১ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাওয়া আর হল না, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার সকালে বেশ উৎসাহের সঙ্গে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার তৃণমূল কর্মীরা।কিন্তু, কালিকাতলা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় আহত হন চালক-সহ যাত্রীরা। গাড়িটিতে কত জন যাত্রী ছিলেন, তা এখনই জানা সম্ভব হয়নি। তবে আট জন তৃণমূল কর্মীর আহত হওয়ার খবর মিলেছে এই দুর্ঘটনায়। ওই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। খোঁজ নেন এলাকার বিধায়ক শওকত মোল্লা।
2024-07-21