কলকাতা, ২১ জুলাই (হি. স.): রবিবার তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে কর্মী-সমর্থকরা এসেছেন। যাতায়াতের মাধ্যম হিসেবে তাঁরা ট্রেনে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এসে সভাস্থলে এসেছেন হেঁটে। সকাল থেকেই ভিড় এই দুটি স্টেশনে। এরইমাঝে শিয়ালদহ স্টেশনে বোমাতঙ্ক ছড়ালো।
জানা গেছে, রবিবার সকালে শিয়ালদহ স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে ছড়ায় আতঙ্ক। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায়। ফলে ছড়ায় বোমাতঙ্ক। জানা গেছে, পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। একুশে জুলাইয়ের সভার আগে গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।