BRAKING NEWS

ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচার শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই:  হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠীত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন।  এই নির্বাচনের জেলাপরিষদ নির্বাচনে ৭ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা করেছেন নিতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ। মনোনয়ন পত্র জমা শেষে নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচারের কাজ শুরু হয়েছে। 

রবিবার ৭ নং আসনের লাউগাং এলাকা ও কাঞ্চন নগর এলাকায় ডোর টু ডোর কর্মসূচীতে নামলেন ৭ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী সুমন দেবনাথ।  আজকের এই প্রচারে ব্যাপক সারা লক্ষ্য করা যায়।  সকলে দুহাত ভরে নিতিশ দেবনাথকে আর্শিরবাদ করেছেন।  লোকজনের প্রানভরা আর্শিবাদে আসন্ন জেলাপরিষদ নির্বাচনে সুমন দেবনাথ বিপুল ভোটে জয়লাভ করবে তা আর বলার অপেক্ষা থাকেনা।  নির্বাচনে জয়লাভের পর  সকলের সার্বিক উন্নয়নে কাজকরবে সুমন দেবনাথ।  ৭ নং আসনে আজকের এই ডোর টু ডোর কর্মসূচীতে প্রার্থীর  পাশাপাশি বিজেপি কর্মীদের উপস্থিতির হারছিলো লক্ষনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *