ব্রীক্ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: ব্রীক্ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী  রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার স্টুডেন্ট হেলথ হোমে। প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 

এই ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে মূলত নতুন কমিটি গঠন করা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অচিরেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা একটি বড় ধরনের রক্তদান শিবির এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু অর্থরাশি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বর্তমান সম্পাদক। রাজ্যের প্রতিটি জেলাতেই রক্তদান শিবির পড়া পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।