নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: পুনরায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন বাণিজ্য বন্ধ করার জন্য কড়া বার্তা দিল শিক্ষা দপ্তর। আইন ভঙ্গ করে যারা এখনো বিদ্যালয়ের বাইরে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য এর আগেও শিক্ষা দপ্তরের তরফে বেশ কিছু নির্দেশে জারি করা হয়েছিল। তারপরে একপ্রকার বিদ্যালয়ের শিক্ষক দ্বারা প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখে ফের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের শিক্ষকতা করার বাইরে ও প্রাইভেট টিউশন পড়াচ্ছেন বলে খবর।
শিক্ষা দপ্তরের তরফে এবারের নির্দেশে জানানো হয়েছে, আরটিই এ্যাক্ট ২০০৯ দ্বারা প্রদত্ত আইন অমান্য করে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়াবেন তাদের বিরুদ্ধে এবার দপ্তর যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

