গুয়াহাটি, ২০ জুলাই (হি.স.) : বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে সহিংস আন্দোলনের জেরে আটক তিন শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে মেঘালয়, অসম এবং ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
গতকাল শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে প্রায় ১৯০, ত্রিপুরা সীমান্ত দিয়ে ১৫০ এবং অসমের করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে ৪৮ জন শিক্ষার্থীকে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, রাজ্যের ৪০ জন নাগরিক, অধিকাংশ মেডিক্যাল ছাত্রকে আজ ঢাকা থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা আগরতলার সোনামুড়া সীমান্ত দিয়ে প্রবেশ করে শিলংয়ের দিকে অগ্রসর হয়েছেন। তিনি বলেন, ‘রাজ্য সরকার আমাদের ছাত্রদের ফিরিয়ে আনতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং মেডিক্যাল কলেজগুলির সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে। আগরতলায় বাসগুলিকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে আমাদের ছাত্রদের নিরাপদে বাড়িতে নিয়ে আসতে।’
মুখ্যমন্ত্রী সাংমা জানিয়েছেন, ইস্টার্ন মেডিক্যাল কলেজের ৩৬ জন ছাত্র এখনও সহিংসতা প্রভাবিত এলাকায় আটকে রয়েছেন। তাঁদের নিয়ে আসতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস (আইপিএস) জানান, প্রতিবেশী দেশে ছাত্র বিক্ষোভ সহিংসতায় রূপান্তরিত হওয়ার পর বাংলাদেশ থেকে বিভিন্ন সমন্বিত চেকপোস্টের মাধ্যমে আজ শনিবার বিকাল চারটা পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী ত্রিপুরায় প্রবেশ করেছেন।
বিএসএফ-এর আইজি জানিয়েছেন, বাংলাদেশে চলমান অস্থিরতার দরুন ভারতীয় শিক্ষার্থীরা ত্রিপুরার বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। তাঁদের অধিকাংশ মেঘালয় এবং অসমের বাসিন্দা। তিনি জানান, ভারতীয় ছাত্রদের দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তারা অশেষ সহযোগিতা করছেন।
এদিকে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব জানান, গতকাল এবং আজ মোট ৪৮ জনকে সুস্থ শরীরে সুতারকান্দি সীমান্ত দিয়ে নিয়ে আসা হয়েছে।