পথ দুর্ঘটনার জেরে আহত এক, ঘাতক গাড়ি ও চালককে আটকের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিনই কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। শনিবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে লেম্বু ছড়ায় জাতীয় সড়ক অবরোধকরা হয়। ঘাতক গাড়ি এবং গাড়ি চালককে গ্রেফতারের দাবি জানানো হয় এই অবরোধস্থল থেকে। দীর্ঘ ২ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর দাবি পূরণের আশ্বাস পেয়ে মুক্ত হয় জাতীয় সড়ক। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বু ছড়ায়। আহত স্কুটি চালকের নাম নাগর দেববর্মা।

ঘটনার বিবরনে প্রকাশ, শনিবার দুপুরে লেম্বুছড়া বাজার থেকে স্কুটি করে বাড়ি ফিরছিলেন নাগর দেববর্মা। লেম্বুছড়া বাজার থেকে স্কুটি নিয়ে বের হতেই আগরতলাগামী একটি বুলেরো গাড়ি রাস্তার উল্টো পাশে এসে মুখোমুখি ধাক্কা দেয় স্কুটি চালককে। গুরুতর জখম হয় নাগর দেববর্মা। রক্তাক্ত অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। উত্তেজিত জনতা অবরোধ করে আগরতলা খোয়াই জাতীয় সড়ক। তাঁদের দাবি অভিযুক্ত গাড়ি চালক এবং ঘাতক গাড়ি আটক করতে হবে। পুলিশ প্রাথমিকভাবে দাবি পূরণের আশ্বাস দিলেও তাঁতে পথ ছাড়িনি জনতা। অবশেষে ঘটনা স্হলে আসে টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা। তিনি পুলিশের সাথে কথা বলার পর পুলিশ উনাকে আশ্বস্ত করে অভিযুক্ত গাড়িচালক এবং ঘাতক গাড়িটিকে আটক করার। তারপরই তিনি স্থানীয় জনতার সাথে কথা বলেন। অবশেষে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।

এদিকে এই অবরোধকে কেন্দ্র করে দূরপাল্লার বহু যানবাহন আটকে পড়ে রাস্তার দুপাশে। সমস্যার মুখে পড়েন বয়স্ক মানুষ ও শিশুরা। এই পথ অবরোধকে কেন্দ্র করে শনিবার এই জাতীয় সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার প্রযুক্তিতে আন্দোলন প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *