BRAKING NEWS

বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে দারুণ সূচনা ত্রিপুরা স্পোর্টস স্কুলের। লক্ষ্য রয়েছে এবার এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে। লীগে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়, স্পোর্টস স্কুলের ছেলেদের কিছুটা হলেও মনোবল বাড়িয়ে দিয়েছে। হারিয়েছে নবোদয় সংঘকে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ৪ মিনিটের মাথায় প্রথম গোল বিকাশ দেববর্মার পা থেকে। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মেতে উঠলেও প্রথমার্ধে দ্বিতীয় কোনও গোলের কেউ সন্ধান পায়নি। দ্বিতীয়ার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চেষ্টা করতে থাকে। অপরদিকে নবোদয় সংঘের খেলোয়াড়রা আক্রমণের তুলনায় রক্ষণভাগে অধিক গুরুত্ব দেয়। তবুও নবোদয়ের প্রাচীর ভেঙে ৬৪ মিনিটের মাথায় লিসা ওয়ানা ডার্লং

 এবং ৭১ মিনিটের মাথায় বিকাশ তার দ্বিতীয় গোল করলে ব্যবধান ৩-০ হয়। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট অর্জন করে নেয়। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত দলের একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিংকু দে, অরিন্দম মজুমদার, কৈলাস পদ জমাতিয়া ও লিটন সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *