নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২০ জুলাই: আবারো একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। মুঙ্গিয়াকামী থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
টাটা টিয়াগো গাড়ি আটক করা সম্ভব হলেও গাঁজা পাচারকারী কিংবা গাড়ি চালককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তারা পালিয়ে গেছে। গাড়ি থেকে দুটি নাম্বার প্লেট উদ্ধার হয়েছে। ডিসিএম অঞ্জন দাস এবং হরিপদ সরকারের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ টি প্যাকেটে মোট ২৬৫ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয়েছে। আটক করা গাঁজা পুলিশের হেফাজতে রয়েছে। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পাচারের উদ্দেশ্যেই গাজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।