বাংলাদেশ থেকে ত্রিপুরায় ফিরেছেন ৪৩  জন মেডিক্যাল পড়ুয়া, সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ

আগরতলা, ২০ জুলাই: আগরতলা- আখাউড়া চেকপোস্ট হয়ে আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ৪৩ জন মেডিক্যাল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। তাছাড়া, বিভিন্ন আইসিপির মাধ্যমে অনেক পড়ুয়ারা ভারতে ফিরছেন। গত দুইদিনে প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রীরা ভারতে ফিরেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানালেন বিএসএফের ডিআইজি রাজিব অগ্নিহর্তি। পাশাপাশি,পড়ুয়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ। 

এদিন বিএসএফের ডিআইজি রাজিব অগ্নিহর্তি বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতের শিক্ষার্থীরা বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। আজ আগরতলা- আখাউড়া চেকপোস্ট হয়ে নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১৫০ জন শিক্ষার্থী বৈধ নথি ব্যবহার করে ভারতে ফিরে এসেছেন। আগামীতে আরও ছাত্র ছাত্রীরা ভারতে ফিরবেন। 

এদিন তিনি আরও বলেন, আগত ছাত্র ছাত্রীদের বিএসএফের তরফ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া,  সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএসএফ। 

তাঁর কথায়, ছাত্রদের সম্ভাব্য সব ধরনের সহয়তার করা হবে এবং বর্ডার গার্ড বাংলাদেশ অফিসারদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি,  রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের জলখাবার এবং পরিবহন সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *