বাসন্তী, ১৯ জুলাই (হি. স.): বাসন্তীর এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে ফুঁসলিয়ে নিয়ে কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ধৃতদের বাড়িও বাসন্তী থানা এলাকায়। গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় বছর সতেরোর ওই নাবালিকা। নাবালিকার মা এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যুবক সাবির হোসেন সর্দারের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ গত বুধবার সোনাগাছি থেকে উদ্ধার করে ওই নাবালিকাকে। এরপর মূল অভিযুক্ত সাবির ও তার এক সহযোগী অলি আহমেদ ওস্তাগারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে বাসন্তী থেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাবির। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে নিয়ে সন্তোষপুরে চলে যায় অভিযুক্ত। সেখান থেকেই কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয় তাকে। অলি এই কান্ডে সাবিরকে সহযোগিতা করে বলে তদন্তে জানতে পারে পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় বাসন্তী থানার পুলিশ।