আগরতলা, ১৯ জুলাই: রাজ্যের অন্যতম বনেদী স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি।
নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি, বিজেপি রাজ্য সভাপতি তথা স্কুল পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রসঙ্গত ৩রা মার্চ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতন। এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে ৩৮৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। প্রত্যেকেই এবছর উত্তীর্ণ হয়। প্রত্যেকের হাতেই আজ রাজ্যপাল সহ অতিথিরা সংবর্ধনা স্মারক তুলে দেয়।

