ক্রীড়া প্রতিনিধি আগরতলা। সামনে রয়েছে জাতীয় স্তরের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট গুলিকে সামনে রেখে বয়সভিত্তিক দল গঠনের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে পরল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলায় এমবিবি স্টেডিয়ামে। এদিন স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বালকদের নিয়ে অনুষ্ঠিত হয় উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প। তাতে সদর, মোহনপুর, বিশালগড়, জিরানিয়া ও সোনামুরা থেকে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা অংশ নেয়। শিবিরে মোট ৩৯১ জন ক্রিকেটার অংশগ্রহণ করে। ব্যাটিং বোলিং সব দিকে খতিয়ে দেখার পরেই যোগ্যতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে চূড়ান্ত রাজ্য দল। এমনটাই জানালেন শিবিরের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক জয়ন্ত দেবনাথ। এদিন দিনভর চলে এই উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প। প্রসঙ্গত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বাছাই করার লক্ষ্যে এর আগে গত ১২ জুলাই ধর্মনগরে, ১৫ জুলাই বিলোনিয়া ও ১৭ জুলাই তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হয় ট্রায়াল ক্যাম্প। সেখানেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
2024-07-19