আগরতলা, ১৯ জুলাই: প্রয়াত সিপিআইএম নেতা সমীর চক্রবর্তীর জগহরি মুড়াস্থিত বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাছাড়া, সিপিআইএম নেতা সমীর চক্রবর্তীকে ঘোষ স্মৃতি ভবন এবং সিপি আই এম রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ প্রয়াত হয়েছেন প্রাক্তন সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী । প্রয়াতের বাড়িতে গিয়ে শেষবারের মত শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্ব। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল বলেও জানান তিনি। এদিন শেষ শ্রদ্ধা নিবেদন করে প্রয়াতের পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্ম বেদনা এবং প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন সিপিএমের রাজ্য সদর দপ্তরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সমীর চক্রবর্তী ত্রিপুরার ছাত্র আন্দোলনের অন্যতম ছিলেন। ছাত্র ফেডারেশন গড়ে উঠার পিছনে তাঁর অবদান ছিল। পরর্বতী সময়ে পার্টি একজন কার্যকতা হিসেবে দলের সদস্য ছিলেন। তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্ম বেদনা এবং প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন