আগরতলা, ১৯ জুলাই: গতকাল গভীর রাতে আখাউড়া রোডস্হিত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে তিনতলা থেকে জানালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেন দম্পতি। এই বিকট শব্দে আশপাশ এলাকার লোকজন দৌড়ে ছুটে গিয়েছে। তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহত স্বামী এবং স্ত্রীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে স্বামী এবং স্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আখাউড়া রোডস্হিত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন শিবালয় অ্যাপার্টমেন্টের তিনতলায় থাকতেন ডঃ বিশ্বজিৎ সূত্রধর এবং স্ত্রী রুপা সূত্রধর। গতকাল রাতে আচমকাই তাদের ঘরে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিনতলা থেকে জানালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেন দম্পতি। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। তাঁরা দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে গিয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। কিন্তু কিভাবে বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায় নি।

