BRAKING NEWS

জাতীয় যোগা আসরে সাফল্য অর্জনকারী খেলোয়াররা স্বামী বিবেকানন্দ ক্লাবে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন সাফল্য অর্জন করে ফিরেছে ত্রিপুরার যোগা খেলোয়াররা। সর্বভারতীয় যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে ২৫ থেকে ২৭ জুন। ৩১ সদস্যের রাজ্য দল সেখানে বয়স ভিত্তিক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে ২১ টি পদক জয় করে এনেছে। আজ শহর দক্ষিণের বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানে জাতীয় আসরে সাফল্য অর্জনকারী রাজ্য যোগা দলের খেলোয়াড়দের হাতে প্রশংসা পত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়। এবারের জাতীয় আসর থেকেই ত্রিপুরার সাত জন যোগা খেলোয়ার আগামী আগস্ট মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ত্রিপুরা যোগাসন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরও বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাসসহ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি তথা স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সমীর সাহা সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ তার বক্তৃতায় খেলোয়ারদের সাফল্যে ভূয়ষী  প্রশংসা করে আগামী দিনে আরও সাফল্যের শুভেচ্ছা জানান। সাত জন যোগা খেলোয়ার দিশান্ত সেন, স্বস্তিকা দাস, কৃতিকা দত্ত, অন্বেষা দেব, ধৃতি দেবনাথ, পরিণীতা রায় ও বিজয় পাল – প্রত্যেককে স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *