আগরতলা, ১৯ জুলাই: উত্তর জেলার কালাছড়া ব্লকে ১৮টি গ্রাম পঞ্চায়েতে ৩৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিপিআইএম, আই এন সি, বিজেপি, সিপিআইএমএল, তিপরা মথা, নির্দল প্রার্থীরা তাদের বড় উন্নয়নপত্র জমা দেন। উত্তর জেলার চারটি আর ডি ব্লকের মধ্যে রয়েছে কালাছড়া আরডি ব্লক.।
কালাছড়া আরডি ব্লকে মোট ১৮ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং ভোটার রয়েছে ৪৩ হাজার ৮২৯ জন। নমিনেশন দিয়েছিল সিপিআইএম, আই এন সি, বিজেপি, সিপিআইএমএল, ত্রিপুরা মথা, নির্দল |নমিনেশন দাখিল হয়েছে মোট ৩৫৭ টি | গ্রাম পঞ্চায়েত সিট রয়েছে ২০৮ টি এবং নির্বাচন কেন্দ্র রয়েছে ১১৩ টি |
পঞ্চায়েত সমিতির সিট রয়েছে ১৩ টি এবং নির্বাচন ক্ষেত্রে রয়েছে ১৩ টি। মোট ৩৪টি নমিনেশন দাখিল হয়েছে পঞ্চায়েত সমিতিতে এর মধ্যে দাখিল করেছেন সিপিআইএম নয়টি, আই এন সি নয়টি, ভারতীয় জনতা পার্টি ১৩ টি, ত্রিপুরা মথা একটি, সিপিআইএমএল দুটি |অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল হয়েছে সিপিআইএম ১৯ টি, আই এন সি ৫৯টি, ভারতীয় জনতা পার্টি ২০৯ টি, সিপিআইএমএল পাঁচটি, ত্রিপুরা মথা তিনটি, নির্দল দুটি |