ক্রীড়া প্রতিনিধি আগরতলা। এশিয়ান ক্যাডেট ও জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে এবারও অংশ নেবে ভারতীয় দল। তাই ভারতীয় দল গঠনের লক্ষ্যে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া এক উন্মুক্ত দল নির্বাচনী শিবিরের আয়োজন করে। আর এই শিবিরে ডাক পেলেন রাজ্যের তিনজন জুডোকা। তারা হলেন জুনিয়র বিভাগে রিকসন দেববর্মা, শুভদীপ চাকমা ও দেবাঞ্জলী নাথ। দিল্লিতে অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত রাজ্য দল গঠনের শিবির। তাই আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার আগে ভারতীয় দল গঠনের লক্ষ্যে আগামী ২০ থেকে ২৫ জুলাই আয়োজিত শিবিরে অংশ নিতে বৃহস্পতিবার রেল পথে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল রাজ্যের জুডোকারা। রাজ্যের প্রতিনিধিদের সাথে এদিন প্রশিক্ষক হিসেবে দিল্লি গেলেন মিঠুন মগ।