মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সুবিশাল রেলির মাধ্যমে মনোনয়ন জমা দিল উদয়পুরের বিজেপি প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ জুলাই: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদয়পুরের মাতাবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাড়া জাগিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীরা আশানুরূপ ভোটে জয়ী হবেন। কারণ ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা ও আশীর্বাদ রয়েছে। মানুষই তাদের আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করবেন।
রাজ্যের সার্বিক উন্নয়নের গতি বজায় রাখতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার উদয়পুরের মাতাবাড়িতে মনোনয়নপত্র দাখিলের সময়ে এই আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এদিন দলীয় প্রার্থীদের সমর্থনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মাতাবাড়ি মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এই সময় তাঁর সঙ্গে ছিলেন দলের শীর্ষ স্তরের নেতৃত্ব। পুজো সেরে প্রার্থীদের সমর্থনে আয়োজিত সুবিশাল মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী।

ডাঃ সাহা বলেন, আজ মনোনয়নপত্র দাখিল করার শেষদিন। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য আজ অন্তিম দিনে মনোনয়নপত্র দাখিল করছেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। আগরতলায়ও দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়ে উপস্থিত থাকি। সেখানে প্রচুর সংখ্যায় মানুষ আমাদের প্রার্থীদের সমর্থনে জড়ো হন। আর মাতাবাড়িতে মনোনয়নপত্র দাখিলের সময়ে আমাদের নেতা, মন্ত্রী, বিধায়ক ও কার্যকর্তারা অংশগ্রহণ করেন। এরআগে সবাই মিলে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা আশানুরূপ ভোটে জয়যুক্ত হবেন বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ১৮ জুলাই অর্থাৎ বৃহস্পতিবারই পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। তাই অন্তিম দিনে মনোনয়নপত্র জমা করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সামিল হন। এদিন উদয়পুরের মাতাবাড়িতে মনোনয়নপত্র দাখিলের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ রাজ্য, জেলা ও মন্ডল স্তরের শীর্ষ নেতৃত্ব।

এদিকে এরআগে এদিনই আগরতলায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এই উপলক্ষে রাজধানী শহরে এক বিশাল নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। পরে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে একে একে মনোনয়নপত্র জমা করেছেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *