আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে। আজ মনোয়নপত্র জমা দিতে গিয়ে ডুকলী এবং টেপানিয়া ব্লকে সিপিএম এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ একাধিক কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন। এমনই অভিযোগ সিপিএম এবং কংগ্রেস কর্মীদের। পুলিশের সামনে তাদের উপর ইটপাটকেল ছুঁড়া হয়েছে। তাতে কংগ্রেস বিধায়ক এবং একাধিক কর্মীরা গুরুতর আহত হয়েছেন।
আজ ডুকলী ব্লকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিএম মনোনীত প্রার্থী ও কর্মী সর্মথকরা। কিন্তু মাঝ রাস্তায় আসা মাত্র শাসক দল বিজেপির শতাধিক দূর্বৃত্তরা জমায়েত হয়েছিল। পুলিশের সামনেই তারা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে।
অন্যদিকে, টেপানিয়া ব্লকে বিধায়ক সুদীপ রায় বর্মণের উপস্থিততে মিছিল করে করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী ও কর্মী সর্মথকরা। কিন্তু পুলিশের সামনেই তাদের উপর আক্রমণ করে শাসক দল বিজেপির দূর্বৃত্তরা। পুলিশের সামনেই তারা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। পুলিশের সামনেই ইটপাটকেল ছুড়া হচ্ছিল। তাতে বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ একাধিক কংগ্রেস কর্মী আহত হয়েছেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

