শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ফের এনকাউন্টার। বৃহস্পতিবার ভোররাত থেকে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে ডোডা জেলার কাস্তিগড় এলাকায়। এই এনকাউন্টারে দুই জওয়ান আহত হয়েছেন।জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাত থেকে কাস্তিগড় এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালালে শুরু হয় এনকাউন্টার, জঙ্গিরা লুকিয়ে গুলি চালালে দুই সেনা জওয়ান আহত হয়েছেন। তাঁদের ডোডার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।
2024-07-18

