নিট ইউজি কাণ্ডে পাটনা এইমস-এর ৪ পড়ুয়া আটক, বাজেয়াপ্ত ফোন ও ল্যাপটপ

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারই শুনানি হয়েছে, তার আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত সন্দেহে পাটনা এইমস-এর চার পড়ুয়াকে আটক করেছে সিবিআই। তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল ফোন ও ল্যাপটপ। বৃহস্পতিবার সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত দু’জনকে পাটনা ও হাজারিবাগ থেকে সিবিআই গ্রেফতার করার পর, এই চার ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো। আপাতত ধৃতদের জেরা করছেন সিবিআই আধিকারিকরা।