সোনামুড়া এসডিপিও অফিস ঘেরাও করল প্রদেশ যুব কংগ্রেস

আগরতলা, ১৭ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ এবং পুলিশি টালবাহানার প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। আজ প্রশাসনের দুর্বলতার বিরোধিতা করে সোনামুড়া এসডিপিও অফিস ঘেরাও করল যুব কংগ্রেস ।

এদিন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরোধী দলের কর্মীদের উপর ক্রমাগত আক্রমণ করেছে শাসক দল বিজেপি। বিরোধী দলের সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে আক্রমণ করা হচ্ছে। 

তাঁর দাবি, শাসক দলের ভয় পেয়েছে। তারা বুঝে গিয়েছে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে সক্ষম হলে  নির্বাচনে জয়লাভ করবে। কিন্তু দুঃখের বিষয় প্রশাসন নির্বিকার।