ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম লীগের খেলা। জম্পুইজলা প্লে সেন্টার বনাম ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে। প্রাধান্য জম্পুইজলার। দুই অর্ধের দুই গোলে দারুন জয় জম্পুইজলার। বেশ ক-দিন বিরতির পর খেলতে নেমে জম্পুইজলা জয়ের মধ্যেই রয়েছে। লীগে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে তিন গোলে পরাজিত হয়ে পয়েন্ট খোয়াতে হয়েছিল। মাঝে বিশ্রামগঞ্জের সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্টের ভাগ করতে হয়েছিল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবলে বুধবারের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার দুই গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করেছে। তিন দিন বাদে দুই দল পুনরায় ফিরতি লিগে পরস্পরের মুখোমুখি হবে। পখীলা বোড়া আজও জম্পুইজলার অন্যতম স্ট্রাইকার। খেলার ৩৭ মিনিটের মাথায় প্রথম গোল এবং একাত্তর মিনিটের মাথায় দ্বিতীয় গোল। দুই অর্ধে পখীলার দুই গোলেই জয়ী জম্পুইজলা। পক্ষান্তরে ফুলো ঝানুর পরাজয়। যদিও ফুলো ঝানুর মেয়েরা খেলার দুই অর্ধে একাধিকবার আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। উল্লেখ্য, খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী জম্পুইজলা দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।